শেষের পথে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তহবিল

দেশে এখন
0

প্রায় শেষের পথে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সংগৃহীত তহবিল। তাই দেশের বিত্তবান ও বেসরকারি প্রতিষ্ঠানকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

আজ (শুক্রবার, ২৮ মার্চ) সকালে শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, এ পর্যন্ত জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৭৪৫ শহীদ পরিবারকে ৩৭ কোটি ২৫ লাখ এবং ৫ হাজার ৫৯৬ জন আহত ব্যক্তিকে ৫৯ কোটি ৬১ লাখ টাকা সহায়তা দিয়েছে সংস্থাটি।

এদিকে আহত না হয়েও অনেকে আহত সাজার চেষ্টা করছে। স্নিগ্ধ জানান, তাদের নিয়ে বিব্রত প্রতিষ্ঠানটি।

এজন্য সঠিক মানুষের কাছে সহযোগিতা পৌঁছাতে বিলম্ব হচ্ছে বলেও জানান তিনি। এদিকে আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ নামে নতুন কর্মসূচি নেয়া হয়েছে।

এর মাধ্যমে দেশের বিভিন্নপ্রান্তে আহতদের কাছে গিয়ে গিয়ে অনুদান পৌঁছে দেয়া হবে বলেও জানান জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী।

ইএ