দেশে এখন
0

পানির চাপে ভেঙে গেছে কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর

ভারতের ত্রিপুরা, কুমিল্লা ও ফেনী থেকে নেমে আসা উজানের পানির চাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর ভেঙে গেছে। এতে স্থানীয়দের মাঝে আতংক দেখা দিয়েছে। আশ্রয়ের জন্য হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন।

আজ (সোমবার, ২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পানির অতিরিক্ত চাপে রেগুলেটরটি ভেঙ্গে যায় বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আজ সকাল ১০ টায় ভারতের পানির চাপে কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটরটি ভেঙ্গে যায়। এতে ভাটার সময় বন্যার পানি নামলেও জোয়ারের সময় লোকালয়ে লবণাক্ত পানি ঢুকবে। এতে একদিকে লোকালয় আরো প্লাবিত হবে, অন্যদিকে লবণাক্ততায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিবে।

পানি উন্নয়ন বোর্ডের নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সি আমীর ফয়সাল রেগুলেটরটি ভেঙ্গে যাবার খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এটা ভেঙ্গে যাবার ফলে ওই এলাকায় লবনাক্ত পানি প্রবেশের আশংকা রয়েছে।’

tech