দেশে এখন
0

আগামীকাল থেকে নিয়মিত শিডিউলে চলবে মেট্রোরেল

কোটা সংস্কার আন্দোলনের সময় বন্ধ হওয়ার পর আগামীকাল রোববার (২৫ আগস্ট) থেকে পুনরায় নিয়মিত শিডিউলে চলবে মেট্রোরেল। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার দুই দিন পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে। আর আজ (শনিবার, ২৪ আগস্ট) চূড়ান্ত ট্রায়াল দেওয়া হয়েছে। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ চলছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রোরেল চলাচলের সময়সূচি প্রকাশ করেছে। সূচির তথ্যানুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ থেকে ৭টা ৩০ মিনিট (স্পেশাল অফ-পিক আওয়ার), সকাল ৭টা ৩১ থেকে ১১টা ৩৬ মিনিট (পিক আওয়ার), সকাল ১১টা ৩৭ থেকে দুপুর ২টা ২৪ মিনিট (অফ পিক আওয়ার), ২টা ২৫ থেকে রাত ৮টা ৩২ মিনিট (পিক আওয়ার) এবং রাত ৮টা ৩৩ থেকে ৯টা (স্পেশাল অফ-পিক আওয়ার) পর্যন্ত মেট্রোরেল চলবে।

অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত সকাল ৭টা ৩০ থেকে ৮টা (সুপার অফ-পিক আওয়ার), সকাল ৮টা ‍০১ থেকে দুপুর ১২টা ০৮ মিনিট (পিক আওয়ার), দুপুর ১২টা ০৯ থেকে দুপুর ৩টা ০৪ মিনিট (অফ পিক আওয়ার), দুপুর ৩ টা ০৫ থেকে রাত ৯টা ১২ মিনিট (পিক আওয়ার) এবং রাত ৯টা ১৩ থেকে ৯টা ৪০ মিনিট (স্পেশাল অফ-পিক আওয়ার) পর্যন্ত মেট্রোরেল চলবে।

মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আগামী রোববার থেকে মেট্রোরেল চালু হলেও অনিবার্য কারণবশত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে ট্রেন থামবে না এবং যাত্রী সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর