দেশে এখন
0

বন্যার্তদের পাশে সিটি গ্রুপ; ২০ হাজার কেজি খাদ্যসামগ্রী সহায়তা

কুমিল্লায় বন্যা দুর্গতদের জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছে সিটি গ্রুপ। আজ (শুক্রবার,২৩ আগস্ট) দুপুরে ২০ হাজার কেজি খাদ্যসামগ্রী ভর্তি দু'টি কাভার্ডভ্যান জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে দেয়া হয়।

সিটি গ্রুপের পাঠানো খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণসহ বিভিন্ন শুকনো খাবার ও বিশুদ্ধ পানি। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার কাছে খাদ্য সহায়তা হস্তান্তর করেন সিটি গ্রুপের অর্থ ও হিসাব বিভাগের মহাব্যবস্থাপক মফিজুল ইসলাম।

তিনি বলেন, ‘ভোক্তাদের আস্থার প্রতিদান দিতে দুর্যোগপূর্ণ মুহূর্তে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে সিটি গ্রুপ। ২০ হাজার কেজি খাদ্যসামগ্রী ভর্তি দু'টি কাভার্ডভ্যান  জেলা প্রশাসকের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে যেন বন্যা দুর্গতদের কাজে লাগে।'

সিটি গ্রুপ সবসময়ই জনগণের পাশে ছিলো এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে পাশে থাকবে বলে জানানো হয়।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর