দেশে এখন
0

আধুনিক টার্মিনাল নির্মাণের দাবি নওগাঁবাসীদের

নানা সমস্যায় জর্জরিত নওগাঁ কেন্দ্রীয় বাস টার্মিনাল। নির্মাণের দীর্ঘ বছর পার হলেও একবারও হয়নি সংস্কারকাজ। পরিত্যক্ত ঘোষণার পরও ঝুঁকি নিয়ে টার্মিনাল ভবনে চলছে যাবতীয় কাজ। যাত্রীসেবাসহ আনুষাঙ্গিক সুবিধা না থাকায় প্রতিবছরই কমছে রাজস্ব আদায়। বছরের পর বছর পেরিয়ে গেলেও নতুন ভবন নির্মাণে নেয়া হজয়নি উদ্যোগ। তাই বড় ধরনের দুর্ঘটনার আগেই ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করে আধুনিক টার্মিনাল নির্মাণের দাবি জেলাবাসীর।

যানজট নিরসন এবং যাত্রীসেবার মান বাড়াতে আশির দশকে নওগাঁ শহরের প্রবেশমুখ বালুডাঙায় কেন্দ্রীয় বাস টার্মিনালটি স্থানান্তর করা হয়। কয়েক হাজার পরিবহন শ্রমিক এবং যাত্রীদের সুবিধার কথা ভেবে টার্মিনালে নির্মাণ করা হয় একটি ভবন। এখান থেকে রাজধানী ও আশেপাশের ৮টি জেলাসহ অভ্যন্তরীণ ১১টি উপজেলার অন্তত ৩শ' বাস চলাচল করে।

টার্মিনাল ভবনটি নির্মাণের দীর্ঘ সময় অতিবাহিত হলেও করা হয়নি সংস্কার। ২০১৪ সালে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পৌরসভা থেকে সাইনবোর্ড সাঁটানো হয়। আর ২ বছর আগে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু, এরপরও বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনেই শ্রমিকদের সময় কাটাতে হচ্ছে। এছাড়া যাত্রীদের জন্য নেই ছাউনি, বসার ব্যবস্থা। যেখানে সেখানে ময়লার স্তুপ ও সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা নিত্যদিনের সঙ্গী। এ নিয়ে ক্ষোভের শেষ নেই যাত্রী ও চালকদের।

যাত্রী ও চালকরা বলেন,'ঝুঁকিপূর্ণ একটা টার্মিনাল এবং টার্মিনাল টা ফাটল ধরে আছে তা ও এই অবস্থায় আমাদেরকে এইখানে থাকতে হয়।''যারা হেল্পার ড্রাইভার সুপারভাইজার আছে তারা যাবে কোথায় রোদের মধ্যে এইজন্য এইখানেই থাকতে হয়।''মনে হয় যে এখনই হয়তোবা মাথায় পড়বে বা বৃষ্টি আসলে সেখানে বসতে পারবো না।'

মালিক ও পরিবহন শ্রমিকরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও বছরের পর বছর মিলেছে শুধু আশ্বাস। এখন পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে জানান পরিবহন খাতের নেতারা।

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি, মো. আজাহারুল ইসলাম বলেন,'আমরা কৃত্রিমভাবে নওগাঁ জেলা মোটর ইউনিয়নের পক্ষ থেকে আমরা একটা জায়গা নির্ধারন করে দিয়ে বাথরুম, মেয়েদের বসার জায়গার কিছুটা ব্যবস্থা করে দিয়েছি।'

নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি, সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবু বলেন,' নওগাঁর পরিত্যক্ত ভবনটি অপসারন করুন এবং নওগাঁর মালিক শ্রমিক, 'সাধারণ যাত্রীরা যাতে কোনো দূর্ঘটনার মধ্যে না পড়ে। দ্রুতই একটা আধুনিক টার্মিনাল তৈরী করা হোক।'

এদিকে পৌরসভা থেকে বাস টার্মিনালটি ইজারা দেয়া হলেও দুই বছরের ব্যবধানে রাজস্ব নেমে এসেছে অর্ধেকে। ২০২২ সালে ৫ লাখ টাকায় টার্মিনালটি ইজারা দেয়া হলেও চলতি অর্থ বছরে তা নেমে এসেছে ২ লাখ ২ হাজার টাকায়।

ভবনটির উন্নয়নের জন্য ইতোমধ্যে প্রস্তাবনা পাঠানোর কথা জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী। বলেন, প্রকল্প পাস হলে নওগাঁ বাস টার্মিনালটি আধুনিক রূপ পাবে।

নওগাঁ ,নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেনম,' প্রজেক্ট অনুমোদন হয়ে আসলে আধুনিক একটা টার্মিনাল তৈরী করতে পারব এবং তখন আমাদের রাজস্ব বৃদ্ধি পাবে বলে আশা করছি।'

কয়েক হাজার পরিকবহন শ্রমিক ও যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের।

tech