আজ (বৃহস্পতিবার, ২২ আগস্ট) বিকেলে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। তারুণ্যের অঙ্গিকার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন।
বিক্ষোভে অংশগ্রহণকারী একজন শিক্ষার্থী বলেন, ‘এই কৃত্রিম বন্যায় আমাদের জানমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসাব ভারতকে দিতে হবে। আপনাদের সৃষ্ট বন্যায় আমাদের বাড়িঘর ভাসিয়ে দিলে আপনাদের সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না।’
আন্তর্জাতিক নদী আইন মেনে আমাদের পানির অধিকার আমাদেরকে দিতে বলে জানায় তারা।
তারা আরও বলেন, ‘ভারত কখনও বাংলাদেশের রাষ্ট্রীয় বন্ধু হতে পারে না। তারা আমাদের প্রতি দীর্ঘদিন থেকে অন্যায় করে আসছে।’
এ সময় ভারতীয় পণ্য বয়কট, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসানের প্রতিবাদে রুখে দাঁড়াও বাংলাদেশ ইত্যাদি স্লোগান দেয় শিক্ষার্থীরা।