বাংলাদেশি ব্যবসায়ীদের ফল-মিষ্টি উপহার দিলেন আগরতলা পৌরসভার মেয়র

.
এখন জনপদে
0

দিপাবলি উৎসব উপলক্ষে বাংলাদেশি ব্যবসায়ীদের ফল ও মিষ্টি উপহার দিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা পৌরসভার মেয়র দীপক মজুমদার। আজ (শুক্রবার, ১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে এ উপহার সামগ্রী তুলে দেন তিনি।

শুভেচ্ছা বিনিময়কালে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আক্তার হোসেন, ব্যবসায়ী নেসার উদ্দিন ভূঁইয়া, আমদানি-রপ্তানিকারক অ্যাসিয়েশনের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ শানু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় ভারতীয়দের পক্ষে ছিলেন ত্রিপুরা রাজ্যের আগরতলা, সীমন্তপুর ও বিলোনিয়া স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ নন্দী, আগরতলা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ প্রমুখ।

উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন অন্তত দেড় কোটি টাকার হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক ও তুলাসহ বিভিন্ন পণ্যসামগ্রী ভারতের আগরতলায় রপ্তানি করা হয়।

ইএ