দেশে এখন
0

ভারি বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে দেশের বিভিন্ন অঞ্চল

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারি বৃষ্টির কবলে দেশের বিভিন্ন অঞ্চল ও জেলা। টানা বর্ষণে জলাবদ্ধতার কবলে বরিশাল, নোয়াখালী ও ফেনীসহ উপকূলীয় বেশকিছু জেলার নিম্নাঞ্চল। পানি নিষ্কাশন ব্যবস্থা নাজুক হওয়ায় ডুবে আছে গুরুত্বপূর্ণ সড়ক, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।

গেল একসপ্তাহের টানা বর্ষণে ডুবেছে নোয়াখালী জেলা শহরের বেশিরভাগ এলাকা। জলাবদ্ধতা দেখা দিয়েছে শহরের বেশিরভাগ সড়ক ও বাসাবাড়ির আঙিনায়। একই চিত্র জেলার ৯টি উপজেলাতেও। ফেনীতে ২৪ ঘণ্টায় ১৮৬ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাতে শহরের বেশিরভাগ এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় নোংরা পানিতে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের।

নিম্নচাপের প্রভাবে ভারি বৃষ্টিতে সাতক্ষীরা শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিবন্দি হয়ে ভোগান্তিতে পড়েছে কয়েকশ' পরিবার। অনেক এলাকায় তলিয়ে গেছে মাছের ঘের ফসলের মাঠ।

এদিকে পানি জমে যাওয়ায় ভোগান্তিতে আছেন বরিশাল নগরীর বাসিন্দারা। বৃষ্টি ও জলাবদ্ধতা উপেক্ষা করেই গন্তব্যে যেতে হয় স্কুল-কলেজ, অফিসগামীদের। জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যবস্থা দ্রুত সংস্কারের দাবি ভোগান্তিতে থাকা বাসিন্দাদের।

tech