'পরিবর্তন যদি না আসে মা, তাহলে কারো বেঁচে থেকে লাভ নেই'

দেশে এখন
0

বেঁচে থাকলে আরও দুইটা গুলি কর। গুলিবিদ্ধ গোলাম নাফিজকে ড্রেন থেকে রিকশায় তোলার সময় বলছিলেন এক পুলিশ সদস্য। মুমূর্ষু নাফিজকে পাশের হাসপাতালে নেয়া হলে দরজা থেকে ফিরিয়ে দেয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। চিকিৎসা পেলে হয়তো প্রাণে বাঁচতো, সেই আফসোসে দগ্ধ হচ্ছে নাফিজের পরিবার।

নাফিজ নয় যেন রিকশার পাদানিতে ঝুলছে এক টুকরো বাংলাদেশ। ১৭ বছরের নাফিজের বুলেটবিদ্ধ দেহ, রক্ত ঝরে ঝরে নিথর হলেও মাথা থেকে খসে পড়েনি বাংলাদেশের পতাকা।

৪ আগস্ট সকালে বাবার কাছে ৩০ টাকা চেয়েছিলো নাফিজ। বাবা ১০০ টাকা দিতে চাইলেও ৩০ টাকা নিয়েই বাড়ি ছেড়েছিলো। সে টাকা দিয়েই কিনেছিলো পতাকা। এই পতাকা দেখেই মর্গে অসংখ্য মরদেহের ভীড়ে ছেলেকে খুঁজে পেতে দেরি হয়নি বাবার।

গর্ব করে মা বলছিলেন, প্রতিবছর নতুন নতুন পতাকা বানিয়ে বাসার গ্রিলে লটকে দিতো নাফিজ।

নাফিজের মা নাজমা আক্তার বলেন, ‘ও ছোট থেকেই পতাকা খুব ভালোবাসতো। সবসময় স্বপ্ন ছিল দেশ নিয়ে। এ পতাকাগুলো আমি চাইতাম যে আর রাখার দরকার নেই। ও ফেলতে দিত না। কাল দেখি পতাকাগুলো সুন্দর করে ভাঁজ করে রাখা।’

তিনি বলেন, ‘ইদানিং ও বলতো পরিবর্তন যদি না আসে মা, তাহলে আপনার নাফিজ না, কারো বেঁচে থেকে লাভ নেই। পরিবর্তন আনতেই হবে, নাহলে আমরা ঘরের ভেতরে বন্দি।’

বাবা মায়ের যন্ত্রণা, কেন আহত সন্তানকে হাসপাতালে ঢুকতে দেয়া হলো না? যারা ফিরিয়ে দিয়েছে তাদের কি সন্তান নেই?

নাফিজের বাবা গোলাম রহমান লিটন বলেন, ‘তাৎক্ষণিকভাবে কোনো হাসপাতালে নেয়া হলে আমার ছেলে অবশ্যই আল্লাহর রহমতে বেঁচে যেত। কিন্তু ছাত্রলীগ বা পুলিশের বাধার কারণে আমার ছেলেটা চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মারা গেল।’

তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশে মেধাবী ছেলেদের যেভাবে মারা হয়েছে সেটা খুবই দুঃখজনক।’

ড্রেনে পড়ে থাকা নাফিজের ক্ষতবিক্ষত দেহ কয়েকজন পুলিশ তুলে দিয়েছিলো এই রিকশায়। মৃত্যু নিশ্চিত না হলে আবারও গুলি চালানোর হুমকিও দিয়েছিলো।

শুরু থেকেই প্রতিটি দিন আন্দোলনে যোগ দিয়েছিলো নাফিজ। টিয়ারশেল রাবার বুলেটের আঘাত পেয়েও দমে যায়নি। সবশেষ ৪ আগস্ট মোবাইল মানিব্যাগ সব রেখে ঘর ছেড়েছিলো। যেন শহীদ হবার প্রস্তুতি নিয়েই বেরিয়েছিলো নাফিজ, দাবি তার বড় ভায়ের।

বড় ভাই গোলাম রাসেল বলেন, ‘ওইদিন আসলে আমার ভাই শহীদ হতেই গিয়েছিল। ও ফোন, ওয়ালেট থেকে শুরু করে সব স্মৃতি আমাদের কাছে রেখে গেছে। ও আল্লাহর ডাকে, দেশের ডাকে চলে গেছে।’

তিনি বলেন, ‘ও সবসময় আম্মুকে বলতো এইযে আবু সাঈদ ভাই, মুগ্ধ ভাই শহীদ হয়েছেন, তারা তো মারা যান নি অমর হয়ে গেছেন।’

নাফিজের মস্তিষ্কে বাংলাদেশ ছাড়া কিছুই ছিলো না। মেধাবীরা দেশ চালাতে না পারলে বদলাবে না বাংলাদেশ, এই ছিলো মাধ্যমিকে জিপিএ পাঁচ পাওয়া নাফিজের চিন্তায়।

সেনা অফিসার হয়ে সে দায়িত্ব পালনের স্বপ্নও দেখেছিলো নৌ বাহিনী কলেজের প্রথম বর্ষের নাফিজ।

নাফিজের বাবা বলেন, ‘রিকশায় নাফিজের লাশ তুলে দেয়ার পর চালককেও বকা দেয়া হয়েছে। এরপর তাকে বলা হয়, লাশটা নিয়ে যা, হাসপাতালে যাচ্ছিস কেনো। চালককেও গুলি করে দেয়ার ভয় দেখানো হয়। তখন এক পুলিশ অফিসার নাকি জিজ্ঞাসা করেছে মরে নাই? মরছে, তাহলে আরো দুইটা গুলি কর।’

বিজয়ের দ্বারপ্রান্তে এসে নিহত হওয়া নাফিজের বাবার ইচ্ছা, বাংলাদেশ যেন নাফিজের মতো শত শহীদকে ভুলে না যায়। বাংলাদেশকে নিয়ে তাদের স্বপ্নগুলো যেন পূরণ করে তার উত্তরসূরীরা।

tech

শিরোনাম
বিমসটেকের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠক
সীমান্তে হত্যা বন্ধ, শেখ হাসিনাকে দেশে ফেরানো ও তিস্তা চুক্তিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে, বৈঠকটি গঠনমূলক-ফলপ্রসূ হয়েছে: প্রেস সচিব
ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদি
ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আশার আলো সঞ্চার করেছে, দু'দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে: মির্জা ফখরুল
বর্তমান সরকারের প্রধান লক্ষ্য দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় সংস্কার শেষেই একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে: বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস; সকল সদস্য দেশের মধ্যে সংযোগ বৃদ্ধি, পারস্পরিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা উন্নত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ
বিমসটেকের সাইডলাইনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী
বাংলাদেশের সব মানুষকে একফ্রেমে আবদ্ধ করার জন্যই স্বাধীনতা কনসার্ট, আগের সীমাবদ্ধতা এবার পূরণ করা হবে: বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচন আসলে জোটের বিষয়ে সিদ্ধান্ত, এখনই মন্তব্য নয়: আমীর খসরু মাহমুদ চৌধুরী
সার্ভার চালু হওয়ায় ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু: কমলাপুর স্টেশন ম্যানেজার
ময়মনসিংহের চুরখাই বাজারে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত, আহত ৫
বিমসটেকের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠক
সীমান্তে হত্যা বন্ধ, শেখ হাসিনাকে দেশে ফেরানো ও তিস্তা চুক্তিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে, বৈঠকটি গঠনমূলক-ফলপ্রসূ হয়েছে: প্রেস সচিব
ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদি
ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আশার আলো সঞ্চার করেছে, দু'দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে: মির্জা ফখরুল
বর্তমান সরকারের প্রধান লক্ষ্য দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় সংস্কার শেষেই একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে: বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস; সকল সদস্য দেশের মধ্যে সংযোগ বৃদ্ধি, পারস্পরিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা উন্নত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ
বিমসটেকের সাইডলাইনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী
বাংলাদেশের সব মানুষকে একফ্রেমে আবদ্ধ করার জন্যই স্বাধীনতা কনসার্ট, আগের সীমাবদ্ধতা এবার পূরণ করা হবে: বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচন আসলে জোটের বিষয়ে সিদ্ধান্ত, এখনই মন্তব্য নয়: আমীর খসরু মাহমুদ চৌধুরী
সার্ভার চালু হওয়ায় ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু: কমলাপুর স্টেশন ম্যানেজার
ময়মনসিংহের চুরখাই বাজারে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত, আহত ৫