পুলিশ জানায়, গেল রাত ১০টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্বশানঘাট এলাকায় ৩ থেকে ৪টি গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা।
পরে ঘটনাস্থলে গিয়ে মাথায় ও বুকে গুলিবিদ্ধ ৩ জনকে দেখতে পায় পুলিশ। উদ্ধার হয় ২টি মোটরসাইকেল ও গুলির খোসা।
নিহতদের মধ্যে একজন পার্শ্ববর্তী হরিণাকুন্ডু উপজেলার বাসিন্দা হানিফ। তিনি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিল।
বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।