দেশে এখন
0

ইডেন মহিলা কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

শিক্ষার্থীদের দাবির মুখে রোববার (১৮ আগস্ট) ইডেন মহিলা কলেজে আনুষ্ঠানিক ভাবে ক্যাম্পাসে অভ্যন্তরে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে।

সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগম, উপাধ্যক্ষ ও সকল বিভাগীয় প্রধানের স্বাক্ষর গ্রহণ করা হয়।

অঙ্গীকারনামায় বলা হয়েছে, শিক্ষার্থী ও শিক্ষকের সিদ্ধান্ত অনুযায়ী ইডেন মহিলা কলেজকে রাজনীতি মুক্ত ঘোষণা করা হলো। সব ধরনের রাজনৈতিক সংগঠন ইডেন মহিলা কলেজে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানায়। এসময় সাধারণ শিক্ষার্থীদের মোট ১৭টি দাবি মেনে নেওয়া হয় ও কলেজের অধ্যক্ষ  প্রশাসনিক ব্যর্থতার দায় স্বীকার করে নেয়।

tech