দেশে এখন
0

অধিকার আদায়ে সমতলের আদিবাসীদের কালচারাল শোডাউন

রাজধানীর শাহবাগে থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পর্যন্ত আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের পৃথক মন্ত্রণালয়, ভূমি কমিশন গঠন ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কালচারাল শোডাউন করেছে সমতলের আদিবাসী ছাত্র-যুব ও সাধারণ জনগণ।

শুক্রবার ( ১৬ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে এ শোডাউন শুরু করেন সমতলের আদিবাসী ছাত্র-যুব ও সাধারণ জনগণ।

এক পর্যায়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শোডাউন শেষ করে কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বক্তারা। জানান, সমতলের নানা শোষণ-বঞ্চনা- বৈষম্যের কথা।

আদিবাসীদের হত্যাকান্ডের বিচার, প্রাথমিক শিক্ষা নিশ্চিত, আদিবাসী সুরক্ষা আইন প্রণয়ন, অন্তর্বর্তী সরকারে সমতলের আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিতসহ ১১ দফা দাবি তুলে ধরেন আদিবাসী নেতৃবৃন্দ।

কর্মসূচি শেষে সমতলের আদিবাসীরা তাদের সংস্কৃতি পরিবেশন করেন।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর