আজ (শনিবার, ১৮ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এই প্রতিবাদ সভায় সংগঠনটি যেসব পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদের গ্রেপ্তারের দাবি জানায়।
এছাড়া এনসিটিবি ভবনের সামনে আদিবাসীদের উপর হামলাকারী যে ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের দ্রুত গ্রেপ্তারের করে শাস্তির আওতায় আনারও দাবি জানায়।
পাঠ্যপুস্তকে গ্রাফিতি বাদ দেয়া গণঅভ্যুত্থানের মৌলিক ম্যান্ডেটকে লঙ্ঘন আখ্যা দিয়ে বর্তমান সরকারকে জনমুখী হতে হবে উল্লেখ করে শুধু হামলাকারীদের গ্রেপ্তার করা নয়, আদিবাসীদের সংবিধানে স্বীকৃতি দিয়ে পাঠ্যপুস্তকে গ্রাফিতি পুনরায় যুক্ত করার দাবি জানায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা।