দেশে এখন
0

উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন; স্বরাষ্ট্র থেকে সরানো হলো এম সাখাওয়াতকে

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টাকে দপ্তর বণ্টন করে দেয়া হয়েছে। একইসঙ্গে অন্যান্য উপদেষ্টাদের মাঝেও দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানো হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে। আজ (শুক্রবার, ১৬ আগস্ট) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে নতুন চার উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়; আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। মুহাম্মদ ফাওজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে এবং লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব।

এর আগে আজ বিকেল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন নতুন চার উপদেষ্টা। নতুন এই চার উপদেষ্টা শপথ নেয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং সামরিক ও বেসামরিক সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন:

ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে ৫ আগস্ট পদত্যাগ করে ক্ষমতার ছাড়ার তিনদিনের মাথায় ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেন। পরে গত ৯ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে দেখা যায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অধীনে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়সহ রাখা হয় ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ। পরে সেখান থেকে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য উপদেষ্টাদের বুঝিয়ে দেয়া হয়।

শুক্রবারের প্রজ্ঞাপনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদকে অর্থ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। যদিও শুরুতে তাকে অর্থমন্ত্রণালয়ের সঙ্গে পরিকল্পনার দায়িত্ব দেয়া হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড.আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি এবার নতুন মন্ত্রণালয় হিসেবে দেয়া হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে নতুন মন্ত্রণালয় হিসেবে দেয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্তের দায়িত্ব।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে শুরুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়, নতুন করে আজ তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

তবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় পুনর্বণ্টন করে দেয়া হয়েছে।

ফারুক-ই-আজমকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির সঙ্গে এবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

আর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এতোদিন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এর সঙ্গে নতুন করে এবার তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব দেয়া হয়েছে। অন্যান্য উপদেষ্টাদের দায়িত্ব অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর