সিলেটে ১৫০ শয্যার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন (ভার্চুয়ালি) করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (শনিবার, ১১ জানুয়ারি) দুপুরে তেমুখী বাদাঘাট সংলগ্ন নাজিরের গাঁও এলাকায় সুবিধা বঞ্চিত রোগীদের জন্য ১০ তলা ভবনের হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়।
২০১৮ সালে অস্থায়ী ভবনে ৬টি ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে যাত্রা শুরু হলেও বর্তমানে ৩২টি মেশিনে গড়ে ৯০ জন রোগী ডায়ালাইসিস সেবা নিচ্ছেন।
আশার খবর হলো ৬২ শতাংশ রোগী ভর্তুকি মূল্যে সর্বোচ্চ ১৬০০ টাকায় এই সেবা পাচ্ছে। সামর্থ্য অনুযায়ী ১৫০০, ১০০০ ও ৫০০ টাকায় সেবা নেবার সুযোগ থাকলেও ১২ শতাংশ রোগী পরীক্ষা নিরীক্ষাসহ সব ধরনের সেবা পাচ্ছেন বিনামূল্যে।
শিগগিরিই ডায়ালাইসিস মেশিন পঞ্চাশে উন্নীত করার পাশাপাশি আইসিইউ ও কিডনি প্রতিস্থাপনের সুযোগ সৃষ্টি করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের সহযোগিতা থাকলেও সর্বোচ্চ অনুদান দিয়েছেন দেশি-বিদেশি দাতারা।