দপ্তর-পুনর্বণ্টন
নতুন দু'জনসহ উপদেষ্টা পরিষদের দপ্তর পুনর্বণ্টন
অন্তর্বর্তীকালীন সরকারের ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে পুরনোদের কয়েকজনের দায়িত্ব রদবদল হয়েছে। কারও কারও দায়িত্ব বেড়েছে। এছাড়া নতুন করে যুক্ত তিনজনকে দেয়া হয়েছে নতুন দায়িত্ব।
উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন; স্বরাষ্ট্র থেকে সরানো হলো এম সাখাওয়াতকে
অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টাকে দপ্তর বণ্টন করে দেয়া হয়েছে। একইসঙ্গে অন্যান্য উপদেষ্টাদের মাঝেও দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানো হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে। আজ (শুক্রবার, ১৬ আগস্ট) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।