দেশে এখন
0

সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে মোদিকে ড. ইউনূসের আশ্বাস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ (শুক্রবার, ১৬ আগস্ট) মোদিকে টেলিফোনে এ আশ্বাস দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন নরেন্দ্র মোদি।

ফোনালাপে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয় দুই নেতার। এসময় গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন ভারতের সরকার প্রধান।

এর আগে ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের ভাষণে বাংলাদেশেনর হিন্দু এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন মোদি।

একইসঙ্গে, আশা করেন শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি।

tech