দেশে এখন
0

ধর্মীয় নয়, রাজনৈতিক কারণে সংখ্যালঘুদের ওপর হামলা: সেনাপ্রধান

ধর্মীয় নয়, রাজনৈতিক কারণে দেশের কোথাও কোথাও সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ (সোমবার, ১২ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় প্রতিটি হামলার তদন্ত করে বিচার করা হবে বলেও জানান তিনি।

এর আগে খুলনা বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সেনাপ্রধান।

বৈঠকে খুলনা বিভাগের ১২টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলেও জানান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

এ সময় দেশের রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর