দেশে এখন
0

হত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

ছাত্রজনতাকে হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে তারা।

আজ (সোমবার, ১২ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ দাবি জানানো হয়। এসময় সেখানে জড়ো হয় কয়েক হাজার শিক্ষার্থী।

সমাবেশে অন্তর্বর্তী সরকারের কাছে তিন দফা দাবি জানিয়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যেকোনো মূল্যেই হোক শেখ হাসিনাকে ফেরত এনে মানুষ খুনের আসামি করে বিচার করতে হবে। এক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না।’

কোনো মূল্যেই ফ্যাসিস্ট শক্তি ও তার দোষরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না বলে হুশিয়ারি করেন ছাত্র নেতারা। এসময় ছাত্রজনতার পাশে থেকে গণমাধ্যমের কাছে সর্বোচ্চ সহযোগিতা চান তারা।

পরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে আবার রাজু ভাস্কর্যের এসে আজকের মতো কর্মসূচি সমাপ্তি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর