দেশে এখন
0

আওয়ামী লীগকে নিষিদ্ধের কোন পরিকল্পনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

'শেখ হাসিনা চাইলে যেকোন সময় দেশে আসতে পারবেন'

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ (সোমবার, ১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে জাতীয় হিন্দু ঐক্য জোটের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের সামনে উপদেষ্টা এ কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই। শেখ হাসিনা চাইলে যেকোন সময় দেশে আসতে পারবেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘লোক জড়ো করেন আর যাই করেন, আপনাদের কাছে আমার অনুরোধ এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়। এদেশের মানুষ এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি মনে করি আপনারা দল পুনর্গঠন করেন। বাংলাদেশে এ দলের অনেক অবদান রয়েছে। এটা অস্বীকার করার উপায় নেই।’

আওয়ামী লীগের উদ্দেশ্যে এম সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘রাজনৈতিক দলের মতো থাকুন। নির্বাচন হলে সেখানে প্রতিযোগিতা করবেন।’

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর