দেশে এখন
0

বিধান রঞ্জনকে প্রাথমিক ও গণশিক্ষায়, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সুপ্রদীপ

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের আরো দুই উপদেষ্টা আজ শপথ গ্রহণ করেছেন। আজ (রোববার, ১১ আগস্ট) তারা শপথ নিয়েছেন। একইসঙ্গে তাদের দু'জনকে দেয়া হয়েছে দপ্তরের দায়িত্ব।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ গ্রহণের সময় দু'জন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় অনুষ্ঠানে অংশ নিতে পারেনি। উপদেষ্টা হিসেবে আজ তারা শপথ নিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমাকে দেয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

আর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

এর আগে সকালে বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গত বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের ১৭ সদস্যের মধ্যে ১৩ জন শপথ নেন। আরেক উপদেষ্টা নৌবাহিনীর কমান্ডো এবং বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই আজম (বীরপ্রতীক) এ সময় রাজধানীর বাইরে থাকায় শপথ নিতে পারেননি।

তবে সদ্য শপথ নেয়া উপদেষ্টাদের পোর্টফোলিও পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

পরদিন শুক্রবার (৯ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে ও ১৩ উপদেষ্টাদের নিজ নিজ মন্ত্রণালয় নির্ধারণ করে দেয়া হয়েছে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর