সরকারি প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষক পদ বাতিল

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর | ছবি: এখন টিভি
2

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষকের পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ (সোমবার, ৩ নভেম্বর) এ বিষয়ে একটি সংশোধিত গেজেট জারি করা হয়েছে। এর মাধ্যমে গত আগস্টে প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এ যুক্ত হওয়া নতুন দুটি পদ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান জানিয়েছেন, সংশোধিত গেজেট জারি করা হয়েছে। আগের বিধিমালায় চার ধরনের শিক্ষকের কথা বলা হলেও নতুনটিতে শুধু দুটি ক্যাটাগরি রাখা হয়েছে। সংগীত ও শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ আর থাকছে না।

আরও পড়ুন:

গত ২৮ আগস্ট জারি করা বিধিমালায় প্রথমবারের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য আলাদা সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করা হয়, যা ধর্মভিত্তিক সংগঠনগুলোর তীব্র বিরোধিতার মুখে পড়ে।

এসএস