শিক্ষা
দেশে এখন
0

নতুন শিক্ষাক্রম বাতিলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি: এনসিটিবি চেয়ারম্যান

নতুন শিক্ষাক্রম বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম। আজ (শনিবার, ১০ আগস্ট) বিকেলে এখন টিভিকে মুঠোফোনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘নতুন শিক্ষাক্রম বাতিলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। আমি একা এটা বাতিল করতেও পারি না।’

অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বলেন, ‘নতুন কারিকুলাম নয়, বরং এর অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, গবেষণা সংশোধন ও পরিমার্জনের কাজ স্থগিত করেছে এনসিটিবি।’

এনসিটিবি চেয়ারম্যান জানান, কারিকুলাম বাতিল করার এখতিয়ার এনসিটিবির নয়। এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। সরকারের সিদ্ধান্তে এই কারিকুলাম গ্রহণ করা হয়েছে, এখন এটি বাতিল করতে হলে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে।

অন্যদিকে ২০২২ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়ন শুরু হয়। চলতি বছর থেকে সব শ্রেণিতে এটি বাস্তবায়ন করা হয়েছে। এই কারিকুলামের শুরু থেকেই বির্তক ছিল। অভিভাবকরা দীর্ঘ দিন থেকে এটি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন।

tech