দেশে এখন
0

দেশে ফিরলেন ড. ইউনূস, রাত ৮ টায় শপথ

ফ্রান্সের প্যারিস থেকে দেশে ফিরেছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আজ (বৃহস্পতিবার, ৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সেখানে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিনবাহিনী প্রধানরা। সেইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের নেতৃত্বে একটি দল তাকে স্বাগত জানান বিমানবন্দরে। তাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুলসহ বেশ কয়েকজন।

গ্রামীন ব্যাংকের এমডিসহ একটি দলও এসময় বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানাতে যান। এছাড়া এসময় ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিমানবন্দরে ভিড় করেছেন।

আজ রাত ৮টায় নেবে শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি, তিনবাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর