এর আগে বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা থেকে বিরতে থাকার আহ্বান জানান।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি।’
আগামীকাল (বৃহস্পতিবার, ৮ আগস্ট) দুপুর ২টায় প্যারিস থেকে দেশে ফিরবেন। আজ ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. ইউনূসকে বহনকারী উড়োজাহাজ আগামীকাল বেলা ২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।