প্যারিস থেকে আগামীকাল দুপুরে দেশে ফিরবেন ড. ইউনূস

দেশে এখন
0

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল (বৃহস্পতিবার, ৮ আগস্ট) দুপুর ২টায় প্যারিস থেকে দেশে ফিরবেন। আজ বুধবার (৭ আগস্ট) ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. ইউনূসকে বহনকারী উড়োজাহাজ আগামীকাল বেলা ২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া পর গত সোমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।

গতকাল ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও তিন বাহিনী প্রধান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। যেখানে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান হিসেবে দায়িত্ব দেয়ার কথাও জানানো হয়।

tech