বাংলাদেশের দক্ষিণে বিশ্বের দ্বিতীয় বৃহৎ উপসাগর, বঙ্গোপসাগরের অববাহিকায় ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ডসহ বেশ কিছু দেশের অবস্থান। এই উপসাগরের ভূ-রাজনৈতিক গুরুত্ব আছে প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন দেশের অর্থনীতিতে।
বঙ্গোপসাগরীয় অঞ্চলে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭ সালে গঠিত জোট, বিমসটেকের সাত সদস্য দেশের জনসংখ্যা প্রায় ১৮০ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার ২২ শতাংশ।
এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে তিনদিনব্যাপী বিমসটেক শীর্ষ সম্মেলনে। প্রথম দিন ২৫তম সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশে পাঁচ সদস্যের দলে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।
দিনব্যাপী আলোচনায় উঠে আসে, সদস্য দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ মহাপরিকল্পনা বাস্তবায়ন, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা, দারিদ্র্য দূরীকরণ, কৃষি, সংস্কৃতি ও পর্যটনের বিকাশসহ আঞ্চলিক সহযোগিতার নানা অগ্রগতি।
বৈঠক শেষে এর বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব।
সম্মেলনের দ্বিতীয় দিন মন্ত্রীপর্যায়ের সভায় অংশ নিবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে সম্মেলনের একদিন আগেই ব্যাংককে পৌঁছান নেপালের প্রধানমন্ত্রী। তবে দ্বিতীয় দিন, বৃহস্পতিবার দুপুরে থাইল্যান্ড পৌঁছাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আগে একটি ফোরামে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা।