সংগঠনটির অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আজ বেলা ১২টার দিকে এই আল্টিমেটাম দিয়েছেন।
তিনি বলেন, 'রাষ্ট্রপতি গতকাল বলেছিলেন, অনতিবিলম্বে তিনি জাতীয় সংসদ বিলুপ্ত করবেন। কিন্তু একটি অভ্যুত্থানের পরও এই ফ্যাসিস্ট হাসিনার সংসদ রয়ে গেছে।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ঘোষণা করছি, আজ দুপুর ৩টার মধ্যে এই হাসিনার সংসদের বিলুপ্তি করতে হবে। যদি বিকাল ৩টার মধ্যে সংসদ বিলুপ্তির ঘোষণা না আসে, তব আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো।'
অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা প্রস্তুত রয়েছে বলেও জানান নাহিদ। খুব শিগগিরই সে রূপরেখাটি জাতির সামনে উপস্থিত করা হবে বরে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর অন্যতম সমন্বয়ক।