আজ (বৃহস্পতিবার, ৯ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনে একাত্মতা জানিয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
এসময় অভিযোগ করে তিনি বলেন, 'বারবার কোর্ট স্থানান্তর করার মধ্যদিয়ে বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থাকে বিলম্বিত করা হচ্ছে।'
তিনি বলেন, 'কেরানীগঞ্জ থেকে আলিয়া মাদ্রাসায় স্থানান্তর করা হলেও এখনো অস্থায়ী কোর্ট বসা নিয়ে সঠিক উদ্যোগ চোখে পড়েনি।'
এসময় বিডিআর হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে স্বজনরা বলেন, দেশবিরোধী চক্রান্তের শিকার হয়েছেন বিডিআর সদস্যরা।
কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল দাবিতে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাগিদ দেন তারা।