আজ (সোমবার ৫ আগস্ট) বিকালে এক ঘোষণায় এ কথা জানায় কর্তৃপক্ষ। পরে আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, ৬ ঘণ্টার জন্য এটি বন্ধ থাকবে।
এর আগে বন্ধের তথ্য নিশ্চিত করেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
তাৎক্ষণিক বিবৃতিতে তিনি বলেন, ‘সোমবার বিকেল ৫টার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। ফ্লাইট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাইনি। পরবর্তী কোনো নির্দেশনা পাওয়া গেলে সে বিষয়ে জানানো হবে।’
এর আগে দুপুরে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর বোন শেখ রেহানাকে নিয়ে ঢাকা ত্যাগ করেন তিনি। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে।
শেখ হাসিনার দেশত্যাগের পর গণভবনে ঢুকে পড়েছে হাজারো জনতা। এর আগে গণভবনের সব নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে দেয়া হয়। সব বাধা উপেক্ষা করে বিকেল ৩টার পর আন্দোলনকারীদের মিছিল নিয়ে গণভবনে প্রবেশ করতে দেখা যায়। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রবেশ করে আন্দোলনকারীরা। এরপরই কর্তৃপক্ষ ফ্লাইট উড্ডয়নসহ বিমানবন্দরের কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়।