দেশে চলমান পরিস্থিতিতে উদ্ভূত সংকট নিরসনে কোটা আন্দোলনকারীদের সাথে বসতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শনিবার, ৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বৈঠকে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘গণভবনের দরজা খোলা। যখনই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায় তাদের সাথে আমি নিজেই বসতে রাজি। আমি আবারও বলছি, আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনো রাজি, যেকোনো সময় তারা আসতে পারে, দরকার হলে তাদের অভিভাবকদেরও নিয়ে আসতে পারে।
শেখ হাসিনা বলেন, 'আমি স্পষ্ট করে বলি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে। যারা হত্যাকাণ্ড বা ধংসযজ্ঞের সাথে জড়িত না তাদেরকে মুক্তি দেয়া শুরু হয়েছে।'
প্রধানমন্ত্রী আরও জানান, 'বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত প্রত্যয় পেনশন ব্যবস্থা বাতিল করা হয়েছে।'
এর আগে চলমান পরিস্থিতি নিয়ে গতকাল (শুক্রবার, ২ আগস্ট) রাতে গণভবনে জরুরি বৈঠকে বসে আওয়ামী লীগ। বৈঠকে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে বসে পরিস্থিতি শান্ত করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।