দেশে এখন
0

ভোলার চরফ্যাশনের সাগর মোহনায় ট্রলার ডুবি, নিখোঁজ ৮

ভোলার চরফ্যাশন সাগরের মোহনায় ঢালচের শিবচর এলাকায় মাছ ধরতে গিয়ে লঘুচাপের প্রভাবে সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এতে ট্রলারে থাকা ৫ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ আছেন ৮ জেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার।

এসময় তিনি জানান, গত এক সপ্তাহ আগে বৈরি আবহাওয়ার মধ্যে চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের শুকনা খালি মৎস্য ঘাট থেকে দুলাল চৌকিদার এর একটি ধরা জালের ট্রলার করে ১৩ জেলে মাছ ধরতে যায় সাগর মোহনায়।

শুক্রবার রাতে মাছ ধরে ফিরে আসার সময় সাগরের বড় বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। এতে ট্রলারে থাকা ১৩ জেলে ও মাঝি নদীতে পড়ে যান। পরে রাতেই অন্য আরেকটি মাছ ধরার ট্রলারে থাকা জেলেরা ডুবে যাওয়া ৫ জেলেকে উদ্ধার করে। বাকি ৮ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন- নুর আলম (৩০), কবির (৩২), শাহে আলম মোল্লা (৫০), মো. বেল্লাল (৫০), ছাদেক মাল (৬০), সবুজ (৪০), মো. হোসেন মাঝি (৫০), ও জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫)।

আর উদ্ধার হওয়া জেলেরা হলেন- দুলাল মাঝি (৪০), নাজিম (৪৪), সুমন (৩৮), শাহিন (২৫), মনির (৩৩)।

ট্রলার মালিক রুবেল চৌকিদার বলেন, 'গত ২৬ জুলাই মাছ ধরতে চরফ্যাশনের আহমেদপুর ইউনিয়নের শুকনাখালী মাছঘাট থেকে ১৩ জন জেলে আমার একটি ট্রলার নিয়ে শিবচর এলাকায় যায়। শুক্রবার রাতে শিবচর থেকে ঘাটে ফেরার পথে ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে যায়। সেসময় ট্রলারের চালক দুলালসহ ৫ জনকে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও এখনও ৮ জন জেলে নিখোঁজ আছে।'

তিনি আরও বলেন, 'উদ্ধার হওয়া ৫ জনের মধ্যে ৪ জনকে ঘাটে আনা হয়েছে। আর ডুবে যাওয়া ট্রলারের চালক দুলালসহ অন্যরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে।'

নিখোঁজ নূর উদ্দিনের স্বজন সাইফুল ইসলাম বলেন, 'আমার ভগ্নিপতি নূর ও চাচাতো ভাই হুমায়ুন নিখোঁজ আছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে, বৈরি আবহাওয়ায় নদী উত্তাল থাকায় অভিযান ব্যাহত হচ্ছে।'

আহম্মদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, 'গত শুক্রবার একটি ট্রলার নিয়ে সাগরমোহনার শিবচর এলাকার ১৩ জন জেলে মাছ ধরতে যান। শুক্রবার রাতে প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। ৫ জেলেকে উদ্ধার করা হলেও এখনও আট জেলে নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া পাঁচ জেলে রাতেই তাদের নিজ নিজ বাড়িতে চলে যায়। আর নিখোঁজ জেলেদের পরিবারের মধ্যে চলছে চরম উৎকণ্ঠা। তারা তাদের পরিবারের সদস্যদের জীবিত ফিরিয়ে দেয়ার দাবি জানান।'

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার আরও বলেন, 'আমরা নিখোঁজ জেলেদের উদ্ধার করার জন্য কোস্ট গার্ডের কর্মকর্তাদের জানিয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। কোস্ট গার্ড নিখোঁজদের উদ্ধারের জন্য চেষ্টা করবে বলে আশা করি।'

এছাড়া স্থানীয় মৎস্য ব্যবসায়ীরাও তারা নিজস্বভাবে নিখোঁজ জেলেদের খুঁজতে বের হয়েছে বলে জানান।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর