পরিবেশ ও জলবায়ু
দেশে এখন
0

আগামী একসপ্তাহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে: আবহাওয়া অধিদপ্তর

সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী একসপ্তাহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ (শুক্রবার, ২ আগস্ট) আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী রবি ও সোমবার উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত কিছুটা কমতে পারে।

সোমবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ, হতে পারে ভারি বৃষ্টিপাত। যার প্রভাবে পাহাড়ি এলাকায় ভূমিধসের সাথে বজ্রপাতের মতো ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, 'সারাদেশে মৌসুমি বায়ু সক্রিয় আছে। এ কারণে গোটা দেশেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে ৩ থেকে ৪ আগস্ট পর্যন্ত উপকূলীয় এলাকা ছাড়া অন্য এলাকাগুলোতে বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে। আর খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের আধিক্য বেশি থাকবে। ৫ তারিখ থেকে এর তীব্রতা বৃদ্ধি পেতে পারে।'