পাঁচ দশকে প্রথমবার ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত ব্রিসবেনবাসী

ওশেনিয়া
বিদেশে এখন
0

ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগে অস্ট্রেলিয়ার ব্রিসবেন উপকূলের দিকে এগিয়ে আসছে বিরল ঘূর্ণিঝড় 'আলফ্রেড'। পাঁচ দশকের মধ্যে অঞ্চলটির প্রথম ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন বাসিন্দারা। অন্যদিকে একের পর এক টর্নেডো ও ঝড়ে টালমাটাল যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল। ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন।

অস্ট্রেলিয়ার পূ্র্ব উপকূলের দিকে এগিয়ে আসছে বিরল ঘূর্ণিঝড় আলফ্রেড। পাঁচ দশকের মধ্যে এই অঞ্চলে ঘূর্ণিঝড় এবারই প্রথম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, শুক্র থেকে শনিবারের মধ্যে ক্যাটাগরি ২ মাত্রার ঘূর্ণিঝড়টি ব্রিসবেনে আঘাত হানতে পারে।

মৌসুমি ঘূর্ণিঝড়ের আঘাতের সময় বাতাসের গতিবেগ পৌঁছাতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত। ইতোমধ্যেই ব্রিজবেন উপকূলে ঢেউয়ের উচ্চতা ছাড়িয়ে গেছে ৪০ ফুট। ঘূর্ণিঝড়ের প্রভাবে শুরু হয়েছে বৃষ্টিপাত। ক্ষয়ক্ষতি এড়াতে বালির বস্তা ফেলে প্রস্তুতি নিচ্ছে উপকূলবাসী।

স্থানীয় একজন বলেন, 'ভেবেছিলাম ব্রিসবেনের ওপর দিয়ে অন্য জায়গায় ঘূর্ণিঝড়টি আঘাত হানবে। তবে এটি আমাদের শহরের ওপর দিয়ে যাবে। তাই প্রস্তুতি নিচ্ছি।'

উপকূলে বসবাসকারী একজন বলেন, 'রেস্টুরেন্টের সব আসবাবপত্র সরিয়ে রাখা হয়েছে। দরজার মুখে বালির বস্তা দিচ্ছি। মূলত জলোচ্ছ্বাস মোকাবিলার প্রস্তুতি নিয়ে রাখছি।'

বসন্তকালীন ঝড়ে টালমাটাল যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল। তীব্র তুষারপাত দেখা গেছে আইওয়া, কানসাস ও নেব্রাস্কার বেশ কিছু অঞ্চলে। বৈরী আবহাওয়ায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। দৃষ্টিসীমা শূন্যের কোঠায় নেমে আসায় বাড়ছে দুর্ঘটনা। এদিকে শক্তিশালী টর্নেডোয় ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ করছেন ওকলাহোমা ও টেক্সাসের জনগণ।

এদিকে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে বন্যার্ত এলাকা থেকে বৃষ্টিপাত কমিয়ে আনার কাজ শুরু করেছে ইন্দোনেশিয়া। সোমবার থেকে শুরু হওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ হাজার বাসিন্দা। গৃহহীনের সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজার। আগামী ১১ মার্চ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

এসএস