দেশে এখন
0

বরিশাল-খুলনা সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-সমাবেশ

৯ দফা আদায়ের লক্ষ্যে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ (শুক্রবার, ২ আগস্ট) দুপুরে পিরোজপুর জেলা শহরের সি-অফিস মোড়ে জড়ো হয়ে বরিশাল টু খুলনা সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আজকের মত কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা।

সমাবেশে থেকে শিক্ষার্থীরা বলেন, ‘সরকারকে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘের তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি দ্রুত মেনে নেওয়ার দাবি জানান।’

বিক্ষোভ মিছিল থেকে তারা ‘আমার ভাই কবরে, খুনি কেনো বাহিরে’, আটককৃত সকল ছাত্রদের মুক্তি চাই, দিতে হবেসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। 

এ ছাড়া তারা  সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সকল নাগরিককে কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও আমাদের দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করেন।

ইএ