দেশে এখন
0

খুলনায় কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার

খুলনায় কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করেছেন সমন্বয়করা। গতকাল (মঙ্গলবার, ৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে খুলনা সার্কিট হাউজে জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তারা এই ঘোষণা দেন।

বৈঠক শেষে কোটা সংস্কার আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তানভীর আহমেদ এবং আজম খান কমার্স কলেজের সমন্বয়ক শেখ রাফসান জানি কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

তারা বলেন, এখন আন্দোলনটা ভিন্ন খাতের দিকে চলে যেতে পারে, সে কারণে আমরা জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তীতে আর কোনো কর্মসূচি নেই। কোটা আন্দোলনে সৃষ্ট সহিংসতায় যারা নিহত হয়েছে, তাদের ব্যাপারে নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।

বৈঠকে খুলনার মেয়র, সংসদ সদস্য, পুলিশ কর্মকর্তা, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সমন্বয়কারী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদেরকে বুঝিয়ে বলার পর তারা আন্দোলন প্রত্যাহার করেছে বলে বৈঠক শেষে জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য এস এম কামাল হোসেন।

সরকারি আযম খান কমার্স কলেজের সমন্বয়ক শেখ রাফসান জানি বলনে, 'এমপি মহোদয় ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে খুলনার আন্দোলনের শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে। পরিবেশ সুষ্ঠু রাখতে আমরা পুলিশকে সহযোগিতা করেছিলাম। এজন্য তারা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আর কাল থেকে কোনো কর্মসূচি থাকবে না। আমরা আন্দোলন প্রত্যাহার করছি।'