আজ (শনিবার, ৩০ নভেম্বর) বিকেলে উদ্বোধন করা হয় ‘৩৬ জুলাই: নির্ভীকদের অভিবাদন’ শীর্ষক এই প্রদর্শনী। আয়োজক ইংরেজি সংবাদপত্র ডেইলি স্টার। প্রদর্শনীতে এসে আন্দোলনের সেই মুহূর্তগুলোকে নতুন করে অনুভব করছেন বলে জানালেন দর্শনার্থীরা।
প্রতিটি ফ্রেম, প্রতিটি শব্দ যেন কথা বলে বলে সাহসী এক প্রজন্মের, যারা অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। তাদের ত্যাগের গল্প বারবার মনে করিয়ে দেয়, স্বাধীনতার মূল্য কতটা গভীর।
ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘ইতিহাসের এই অধ্যায় শুধু স্মৃতি হিসেবে নয়, বরং নতুন প্রজন্মের কাছে শিক্ষা হয়ে থাকবে। ডেইলি স্টারের নিজস্ব আর্কাইভ জুলাই অভ্যুত্থানের সকল ইতিহাস ধরে রাখার জন্য সংরক্ষণ করা হবে।’
জুলাই আন্দোলনের নির্ভীক যোদ্ধারা ছিলেন ইতিহাসের নায়ক তাদের শ্রদ্ধা জানাতেই এমন আয়োজন। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।