আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (সোমবার, ২৯ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, 'কোটা সংস্কার আন্দোলনের ঘাড়ে চড়ে দেশের উন্নয়নকে ধ্বংস করতে চায় বিএনপি-জামায়াত।'
তিনি বলেন, 'এদের উদ্দেশ্য কোটা সংস্কার না। এরা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো যেগুলো বাংলাদেশের জনগণকে সেবা দেয় ও জীবনমান উন্নয়ন করে সেটাই ধ্বংস করা। অর্থাৎ বাংলাদেশকে ধ্বংস করে ফেলা।'
দেশের জনগণের উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, 'বাংলাদেশের ওপর থাবা দিয়েছে স্বাধীনতাবিরোধীরা।'
বিএনপি-জামাত, শিবির-ছাত্রদল এরাই জঙ্গিগোষ্ঠীরা আজকে দেশে থাবা দিয়েছে বলেও জানান তিনি।