দেশে এখন
0

চিকিৎসার জন্য যা যা করা দরকার, সরকার করছে এবং করবে

সহিংসতায় আহতদের দেখতে গিয়ে ঢামেকে প্রধানমন্ত্রী

সরকার সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের আয়ের ব্যবস্থা করবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দল মত নির্বিশেষে আহতদের চিকিৎসা চলবে বলেও জানান তিনি। আজ (শুক্রবার, ২৬ জুলাই) বিকেলে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গিয়ে তিনি এসব কথা বলেন। সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে শুক্রবার বিকেলে হঠাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক এক করে প্রতিটি ওয়ার্ডে গিয়ে আহত ও তাদের স্বজনদের সাথে কথা বলেন সরকারপ্রধান। তিনি আশ্বাস দেন সহযোগিতার।

আহতদের খোঁজখবর নেয়ার পর, গণমাধ্যমে সহিংসতায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দল-মত নির্বিশেষে সকল আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। এর সাথে নিহতদের পরিবারের জন্য আয়ের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, 'এখানে দলমত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি। আমি যা করি সব মানুষের জন্য করি। কে আমারে সমর্থন দেয় না দেয়, আমি এই চিন্তা করি না। কারণ আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, সরকার তা করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদের তায়ের ব্যবস্থা করে দেবে সরকার।'

এর আগে সকালে দুষ্কৃতকারীদের হামলার শিকার রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি পরিদর্শনে যান। ঘুরে ঘুরে দেখেন সেখানকার ক্ষয়ক্ষতির চিত্র।

পরে তিনি বলেন, ‘সরকার কখনোই আন্দোলনের বিপক্ষে ছিল না। যারা শিক্ষার্থীদের ব্যবহার করে সহিংসতা করেছে তাদের ধরতে জনগণের সহযোগিতা চাইলেন সরকারপ্রধান।’

শেখ হাসিনা বলেন, 'যারা এর সাথে জড়িত, সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন। তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই।'

এসময় কোটা ইস্যুতে দেশের বাইরে আন্দোলন করে সেই দেশের পুলিশের কাছে আটক হওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেন শেখ হাসিনা। জানান, দেশের ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল পাঁয়তারা করছে।

মানুষের জীবনমান উন্নত করতে যেসব প্রতিষ্ঠান কাজ করে, যেখানে মানুষের কর্মসংস্থান হয়, সেখানে এমন হামলা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর