রেল সচিব বলেন, 'বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে ট্রেন চালু হচ্ছে। কারফিউ শিথিল থাকাকালীন লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলবে। তবে এখুনি কোনো আন্তঃনগর চলবে না।'
রেলওয়ে সূত্র জানা গেছে, আগামীকাল ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-গাজীপুর ও ঢাকা-টাঙ্গাইল রুটে কমিউটার ট্রেন চলাচল করবে। তবে সময়সীমা থাকবে পাঁচ ঘণ্টা। এ সময়ের মধ্যে দুই থেকে তিনবার যাতায়াত করা যাবে।
তবে দূরবর্তী যাত্রার মধ্যে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচল করবে তিতাস কমিউটার ট্রেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় যাবে, আর দুপুর ১টা ৫ মিনিটে ফিরতি যাত্রা শুরু করবে।
উল্লেখ্য, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে গত ২০ জুলাই রাত ১২টা থেকে সারাদেশে সেনা মোতায়েন করে কারফিউ জারি করে সরকার। এর পরই বন্ধ করা হয় রেল যোগাযোগ।