দেশে এখন
0

তিনদিন ছুটির পর খুললো অফিস-আদালত ও ব্যাংক

আজ ও কাল চার জেলায় কারফিউ

আবারও শুরু হলো নগরবাসীর কর্মযজ্ঞ-ব্যস্ততা। সরকারের নির্বাহী আদেশে টানা তিনদিনের ছুটির পর আজ (বুধবার, ২৪ জুলাই) খুলেছে সরকারি বেসরকারি অফিস, আদালত, ব্যাংক ও বাণিজ্যপাড়া। সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত খোলা থাকবে থাকবে অফিস। গতকাল এসব তথ্য জানান জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

তবে আজ ও কাল (বৃহস্পতিবার, ২৫ জুলাই) ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ অব্যাহত থাকবে। আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গতকাল (মঙ্গলবার, ২৩ জুলাই) জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানান, বুধবার থেকে খুলবে সরকারি-বেসকারি অফিস। চলবে ১১টা থেকে ৩টা পর্যন্ত।

তিনি বলেন, ‘বুধবার ও বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংক ও প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেবে। আর আদালত তাদের মতো সিদ্ধান্ত নেবে।’

আজ ও আগামীকালের ২ দিনের কারফিউ বাড়িয়েছে সরকার। তবে এ দু’দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘অফিসের সময়ের জন্য বুধবার থেকে কারফিউ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে।’

এর আগে শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে দেশজুড়ে চলছে কারফিউ। শনিবার (২০ জুলাই) ২ ঘণ্টার জন্য শিথিল থাকলেও ধীরে ধীরে শিথিলতার সময় বাড়ানো হয়। মঙ্গলবার (২৩ জুলাই) কারফিউ শিথিল ছিল দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

তবে গতকাল রাত থেকে ৫ দিন পর বন্ধ থাকা ব্রডব্যান্ড ইন্টারনেট অগ্রাধিকার ভিত্তিতে সেবা চালু করা হয়। তবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম চালু বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে শুরুতেই ব্রডব্যান্ড পাওয়া যাবে ব্যাংকিং কর্মাশিয়াল, কূটনৈতিক, বাণিজ্যিক, রপ্তানি, আউটসোর্সিং ও মিডিয়া অধ্যুষিত এলাকায়।’

ইএ