কারফিউ-অব্যাহত

আবারও অস্থির ভারতের মনিপুর রাজ্য

আবারও অস্থির হয়ে উঠেছে ভারতের সংঘাতকবলিত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুর। থানায় হামলার জেরে পুলিশের পাল্টা অভিযানে বন্দুকযুদ্ধে প্রাণ গেছে কমপক্ষে ১১ কুকি বিদ্রোহীর। প্রাদেশিক রাজধানী ইমফালেও পাহাড় থেকে গুলি ছুঁড়েছে কুকিরা। অস্থিরতার জেরে জারি করা হয়েছে কারফিউ।

তিনদিন ছুটির পর খুললো অফিস-আদালত ও ব্যাংক

আজ ও কাল চার জেলায় কারফিউ

আবারও শুরু হলো নগরবাসীর কর্মযজ্ঞ-ব্যস্ততা। সরকারের নির্বাহী আদেশে টানা তিনদিনের ছুটির পর আজ (বুধবার, ২৪ জুলাই) খুলেছে সরকারি বেসরকারি অফিস, আদালত, ব্যাংক ও বাণিজ্যপাড়া। সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত খোলা থাকবে থাকবে অফিস। গতকাল এসব তথ্য জানান জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।