গতকাল (বুধবার, ১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে সব ধরনের সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা।
আজ সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ফাঁকা দেখা গেছে। শিক্ষার্থীদের কোনো আনাগোনা চোখে পড়েনি। হলগুলোয় গতকাল রাত থেকেই শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে।
এদিকে সকাল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্রাক ইউনিভার্সিটির সামনে পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
গতরাতে শনির আখড়া থেকে যাত্রাবাড়ি পর্যন্ত কয়েক কিলোমিটার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এসময় পুরো সড়ক বন্ধ করে বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে আন্দোলনকারীদের বিক্ষোভ করতে দেখা যায়।
যাত্রাবাড়ি টোল প্লাজার কাছে পুলিশ-আন্দোলনকারী পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। ছবি: এখন টিভি
এক পর্যায়ে সড়কে থাকা বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। আগুন দেয়া হয় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায়। এসময় ফ্লাইওভারেও গাড়ি চলাচল বন্ধ থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী দফায় দফায় টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নি।
এসময় পুলিশের গাড়িতে আগুন দেয়া হয়। পুড়িয়ে দেয়া হয় বিভিন্ন গাড়ি ও সড়কের আশপাশের দোকান। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ায় এক পথচারি নিহত হওয়ার খবর পাওয়া যায়।
এতে রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ সকাল থেকে আবারও সেখানে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে।
এদিকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার যানবাহনের সংখ্যা কম রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে স্বাভাবিক হচ্ছে যান চলাচল।
নোয়াখালী থেকে ঢাকা-চট্রগ্রামগামী যানবাহনের সংখ্যাও কম। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কমপ্লিট শাটডাউনে বগুড়া থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের প্রবেশ মুখে র্যাবের তল্লাশি চলছে। হবিগঞ্জেও কমপ্লিট শাটডাউনের প্রভাবে সীমিতভাবে চলছে দূরপাল্লার যানবাহন।
বরগুনায় কোটা সংস্কার আন্দোলনকারী, ছাত্রলীগ-যুবলীগ ও ছাত্রদলের ত্রিমুখী সংঘর্ষের শঙ্কা দেখা দিয়েছে। মোড়ে মোড়ে কঠোর অবস্থানে আছে পুলিশ-প্রশাসন।
কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন। আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাহিনীটি।