দেশে এখন
0

রাবির অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাঁচ দফা দাবি আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনের ফটকে তালা দিয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে অবরুদ্ধ করে রাখে। পরে আজ বুধবার (১৭ জুলাই) রাত ১১টায় তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রশাসনিক ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এতে প্রায় চার ঘণ্টা পর উপাচার্যকে অবমুক্ত করতে সক্ষম হয় তারা।

এর আগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে হল খালি করার সিদ্ধান্ত প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়কে রাজনীতিমুক্ত ঘোষণা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো মামলা না হওয়ার বিষয়টি নিশ্চিত করা, সব ছাত্রাবাসে অভিযান চালিয়ে সন্ত্রাস ও অস্ত্রমুক্ত করা।

এর আগে অনির্দিষ্টকালের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয়া হয়, এর পরই ক্যাম্পাস ছাড়ার বিষয়ে আপত্তি তুলে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। সকাল থেকে রাবির বিভিন্ন হলের কয়েকশ’ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় চত্বরে মিলিত হয়ে বিক্ষোভ করেন।

এসএস