দেশে এখন
0

সারাদেশে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ, রাজধানীর অনেক সড়কে বন্ধ যান চলাচল

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সড়ক ও মহাসড়ক অবরোধ করে রাখায় বন্ধ আছে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আজ (মঙ্গলবার, ১৬ জুলাই) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগ আবুল হোটেল, বনানীর কাকলী মোড়, কুড়িল, শান্তিনগর, সায়েন্সল্যাব, মিরপুর ১০, ধানমন্ডি ও শনির আখড়ায় রাস্তা আটকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এতে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে আছে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এ সময় তারা কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি করেন।

এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির চট্টগ্রামের শিক্ষার্থীরা। এসময় আটকা পড়ে চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানিবাহী পণ্যবাহী যানবাহন।

এদিকে ময়মনসিংহের টাউনহল মোড়ে রাস্তা আটকে বিক্ষোভ করছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। বন্ধ আছে যান চলাচল।

এছাড়াও সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট, বিরুলিয়া ব্রিজে অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

এসএস