দেশে এখন
0

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের পদযাত্রা জিরো পয়েন্টে

সরকারি চাকরিতে সব ধরনের কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের পদযাত্রা গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে। দুপুর ১২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে বঙ্গভবনের দিকে এই পদযাত্রা শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

পদযাত্রা মৎস ভবন পার হয়ে শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। সেখানে ব্যারিকেড ভেঙে সচিবালয়ের রাস্তায় নামে শিক্ষার্থীরা।

ছাত্রদের পদযাত্রা পরে জিরো পয়েন্টে পুলিশের বাধার মুখে পড়ে। সেখানেই তারা অবস্থান নিয়েছে।

দুপুর দুইটার দিকে জিরো পয়েন্ট ও গুলিস্তানের দিকে অবস্থান করছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা। এদিকে বঙ্গভবনের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দেওয়া হয়েছে কয়েক স্তরের ব্যারিকেড।