দেশে এখন
0

অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশ্বাসে সড়ক ছাড়লেন ট্রেইনি চিকিৎসকরা

ভাতা ২৫ হাজার থেকে ৫০ হাজারে উন্নীত করবার দাবি নিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। সারজিস আলমের মাধ্যমে অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশ্বাসে কয়েকঘণ্টা পর শাহবাগ ছেড়ে ঘরে ফেরেন চিকিৎসকরা। আগামী বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে নবম গ্রেডের সকল সুবিধাসহ চিকিৎসকদের দাবি না মানলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে।

ভাতা বাড়ানোর দাবিতে আজ (রোববার, ২২ ডিসেম্বর) দুপুর ১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান করে পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। ১৫ হাজার টাকা দিয়ে শুরু হলেও ১০ বছরে দু দফায় ৫ হাজার করে বেড়ে এখন ভাতা পাচ্ছেন ২৫ হাজার। সরকারি পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের মতো বোনাসসহ অন্যান্য কোনো সুযোগ সুবিধা না থাকা এবং ৬ মাসে একবার ভাতা পাওয়া জীবনে নাভিশ্বাস উঠেছে বলে দাবিও তাদের। তাই রাস্তায় আটকে পড়া যানবাহন ও জনভোগান্তিতেও কোন মাথাব্যথা নেই যেন তাদের।

পরে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে যেয়ে ৪৮ ঘণ্টায় সমস্যা সমাধানের আশ্বাস পায়। তবে এরপরও তারা চালিয়ে যায় অবস্থান ধর্মঘট।

এবার তাদেরকে শাহবাগ মোড় ছেড়ে দিতে অনুরোধ করতে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহীনুল আলম। তাদের জন্য আবারও মন্ত্রণালয়ের যাবার আশ্বাস দিয়েও ব্যর্থ হন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘আপনাদের পক্ষ হয়ে কথা বলার জন্য আমরা আজ আবার যাবো। আমরা আশাবাদী রয়েছি, আপনারা আমাদের একটু সময় দেন।’

বিকেল ৫টায় শাহবাগে আসেন সারজিস আলম। দীর্ঘক্ষণ চিকিৎসকদের বোঝানোর পর বৃহস্পতিবারের বিকেল ৫ টার মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন। নতুবা তিনিও চিকিৎসকদের সঙ্গে নিয়ে আন্দোলনে নামার ঘোষণা দেন।

সারজিস আলম বলেন, ‘স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে আমাদের কথা দেয়া হয়েছে। নবম গ্রেড সমমান সুযোগ সুবিধা সম্পন্ন ভাতা ও অন্যান্য সুবিধা দেয়ার বিষয়ে ঘোষণা আগামী বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে আসতে হবে। যদি তা না আসে তাহলে আমরা তাদের সঙ্গে রাজপথে নামব।’

পরে বিকেল সোয়া ৫টায় শাহবাগ ছেড়ে দিলেও কর্মবিরতি চলমান থাকবে বলে হুঁশিয়ারি দেয় বিক্ষুব্ধ চিকিৎসকরা। প্রজ্ঞাপন বা লিখিত প্রতিশ্রুতি ছাড়া কোন আশ্বাসেই এবার মাঠ ছাড়বে না বলেও সাফ জানিয়ে দেন তারা।

এএম