দেশে এখন
0

কোটা আন্দোলনকারীদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী

হাইকোর্টের আদেশের পর রাস্তায় নেমে আন্দোলন করাকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, কোটা আন্দোলনকারীদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিক আছেন। পাশাপাশি রাষ্ট্রের অবস্থা ও কোটা আন্দোলনকারীদের অবস্থানও একই।

আজ (শনিবার, ১৩ জুলাই) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ অফিসে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশবিরোধী অপশক্তি ছাত্রছাত্রীদের আবেগকে কাজে লাগিয়ে উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে। একটা চক্র বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আন্দোলন করে রায় পরিবর্তনের কোনো সুযোগ নেই, এটি নির্বাহী বিভাগের কাজ।’

তিনি বলেন, ‘আন্দোলনকারীদের দফায় দফায় দাবি পরিবর্তন করার মানে হচ্ছে তাদের আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ নিয়ে ধারণা নেই। মুক্তিযোদ্ধাদের পরিবার ও তার সন্তানরা সারাজীবন বঞ্চিত হয়েছে। কোটা পদ্ধতি মেধাকে ধ্বংস করছে এটি সত্যি নয়। কোটা বৈষম্য তৈরি করে না, বৈষম্য দূর করতে, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বৈষম্য ঘোচাতে সাহায্য করে।’

মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘আন্দোলনকারীদের দাবির সাথে প্রধানমন্ত্রী আন্তরিক আছেন। রাষ্ট্রের অবস্থা ও কোটা আন্দোলনকারীদের অবস্থানও একই।’

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর