কয়েকদিন আগেও বগুড়ার বাজারে রনজিত, বিআর ২৮ ও ২৯ জাতের চাল ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে কিনেছেন ক্রেতারা। তবে এখন সেই চাল কিনতে গুণতে হচ্ছে ৫৪ থেকে ৫৬ টাকা। আর ৫৬ টাকার কাটারী বিক্রি হচ্ছে ৬৪ টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন, মোকামে দাম বাড়ার কারণে খুচরা বাজারে বেড়েছে চালের দাম।
খুচরা বিক্রেতাদের একজন বলেন, '২৮ চাল এখন ৫৬ থেকে ৫৭ টাকা করে বিক্রি হচ্ছে। আগে ৫৩ থেকে ৫৪ টাকা বিক্রি হয়েছে।'
ক্রেতাদের একজন বলেন, 'পুরাতন চাল দেখে দাম বেশি যেহেতু পাওয়া যাচ্ছে না। বস্তা প্রতি ২৬শ’ টাকা করে কিনেছি।'
হঠাৎ করে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সরকারি নজরদারির এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা।
স্থানীয়দের একজন বলেন, 'চালের দাম কেজি প্রতি ৪ টাকা করে বেড়ে গিয়েছি। কিনতে কষ্ট হচ্ছে।'
বগুড়ার হাটে কমেছে ধানের সরবরাহ। যাতে মন প্রতি ২শ’ থেকে ৩শ’ টাকা বেড়েছে ধানের দাম। এছাড়া বিরুপ আবহাওয়ায় চাল তৈরি করতে পারছেন না চালকল মালিকরা। যার প্রভাব পড়েছে বাজারে।
চাউলকল মালিকদের একজন বলেন, 'আবহাওয়ার কারণে বাজারে সরবরাহ কম যার ফলে দাম একটু বেশি।'
কৃষি বিভাগের তথ্যমতে, বগুড়ায় এবার প্রায় ১৩ লাখ টন ধান থেকে ৭ লাখ টন চাল উৎপাদন হয়েছে।