দেশে এখন
0

কোটা বাতিলের দাবিতে জবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বিনা উস্কানিতে হামলা ও এর সাথে জড়িতদের বিচারের দাবিসহ কোটা বাতিলের এক দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

আজ (শুক্রবার, ১২ জুলাই) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে কাঠালতলায় কোটা বিরোধী বিক্ষোভ মিছিলে অংশ নিতে জড়ো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সাড়ে চারটার দিকে মিছিল নিয়ে প্রদক্ষিণ করে পুরো ক্যাম্পাস। পরে বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, আমাদের মূল দাবি নির্বাহী বিভাগের কাছে। কোটা বাতিলে লিখিত প্রজ্ঞাপন পেলেই আন্দোলনের মাঠ ছেড়ে ক্লাস রুমে ফিরে যাবো। কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দেশের সব মহলের মানুষ আছে বলেও দাবি তাদের।

এভিএস